পাকিস্তানে কয়লার খনিতে সন্ত্রাসী হামলায় ২০ শ্রমিক নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত ২০ খনি শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বেলুচিস্তানের দুকি জেলার একটি কয়লা খনিতে এ হামলা চালায় একদল বন্দুকধারী।
দুকি জেলা পুলিশের প্রধান আসীম শফি জানান, রাত সাড়ে ১২টায় ‘পালিয়ে যাওয়ার আগে’ প্রায় ৪০ জন বন্দুকধারী আধঘণ্টা ধরে শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করে।
তিনি আরও জানান, বন্দুকধারীদের কাছে রকেট লাঞ্চার ও হ্যান্ড গ্রেনেডও ছিলো।
দুকির জেলা প্রশাসক (ডিসি) কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন।
কাকার বলেন, নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।
বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো পাকিস্তানের সবচেয়ে দরিদ্রতম কিন্তু খনিজ সম্পদে ভরপুর প্রদেশটিতে প্রাকৃতিক সম্পদ আহরণ প্রকল্পগুলো টার্গেট করে নিয়মিত হামলা চালিয়ে আসছে।
এসব প্রকল্পে প্রতিবেশী চীন অর্থায়ন করে, কিন্তু সশস্ত্র দলগুলো সম্পদ মজুত করে রাখার অভিযোগে প্রায়ই হামলা চালায়।
No comments