পদ্মায় ইলিশ সংরক্ষণ অভিযান, পিস্তলসহ গ্রেপ্তার ৪
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুটি অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ সত্যতা নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- জীবন্ত মুন্সী (২০), নাজির উদ্দিন শেখ (১৯), রশিদ সরদার (৫৫) ও খায়রুল মোল্লা (২৩)
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কাজ করছিল যৌথ বাহিনী। বিকেল সাড়ে ৪টার দিকে অন্তরের মোড় থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার দেবগ্রামের রাখালগাছি চরে যাওয়ার পথে দৌলতদিয়া লঞ্চঘাট বরাবর পদ্মার মাঝ নদীতে ওই ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় ট্রলারে থাকা ৪জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, পরে তাদের দেখানো তথ্যে কালো রঙের একটি স্কুল ব্যাগ থেকে বিদেশি পিস্তল ও একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
No comments