Adsterra

কাঁদছে সালাউদ্দিনের মন

কাঁদছে সালাউদ্দিনের মন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

নিজের ঘরের মাঠ মিরপুর যেখান থেকে ক্রিকেট শুরু করেছিলেন, সেখান থেকেই বিদায় বলতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকায় সেই স্বপ্ন পূরণ হচ্ছে না এই তারকা ক্রিকেটারের। অথচ গেল ১৭ বছরে টাইগার ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

কয়েক দিন আগে এক পোস্টে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশও করেছিলেন সাকিব, বিদায় বেলায় পাশে চেয়েছিলেন ভক্ত ও সমর্থকদের। সেই আবেদনে সাড়াও দিয়েছিলেন সংশ্লিষ্ট অনেকেই। কিন্তু শেষ মুহূর্তে এসে অপূর্ণ স্বপ্ন নিয়ে সাকিবকে ফিরতে হচ্ছে দুবাই থেকেই।

প্রিয় শিষ্যের এমন অসহায় মুহূর্তে চুপ থাকতে পারেনি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিবকে দেশে আসতে না দেওয়ার ঘটনায় কেঁদেছে তার মন। দেশ ও দেশের মানুষের প্রতি অভিমান করেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট করেছেন দেশের জনপ্রিয় এই কোচ।

সালাউদ্দিন পোস্টে লিখেছেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগেনি, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি, মানুষ হিসেবে দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্য থেকে উঠে গেছে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য
সাকিবকে খুনি বলাতেও তীব্র আপত্তি দেশসেরা এই কোচের। স্মরণ করিয়ে দিলেন বিশ্ব দরবারে লাল-সবুজ পতাকাকে সমুন্নত করা প্রিয় শিষ্যের অবদানের কথা। তিনি বলেন, একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন?


এর আগে, ছাত্র-জনতার পাশে থাকতে না পারায় দুঃখপ্রকাশ করে আবেগঘন বার্তাও দেন সাকিব। কিন্তু তার অনুতপ্ত হওয়াও মন গলাতে পারেনি ভক্তদের একটি অংশকে। এখানেই আপত্তি কোচ সালাউদ্দিনের।

সাকিবে গুরু সালাউদ্দিন বলেন, তারা স্ট্যাটাস না দেয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করেছে তা কী দেখেছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়ে বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য? দেশকে সবাই কম-বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হয়তো দেখাও যায় না, এদের কাছ থেকে দেখেছি।

এরা মানুষের উপকার ছাড়া কারও ক্ষতি করেনি, এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি মাঠ থেকে এদের বিদায় দেখতে পাবো না। মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন। আমরা সবাই কম-বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনিও সম্মানীত হবেন।

উল্লেখ্য, আর মাত্র দুই দিন পর মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু সাকিব দেশে ফিরতে না পারায় তার বদলি হিসেবে হাসান মুরাদকে দলে নিয়েছে বিসিবি।

No comments

Powered by Blogger.