Adsterra

যেসব কারণে জাহান্নাম অবধারিত

যেসব কারণে জাহান্নাম অবধারিত, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

মহান আল্লাহ রাসুল (সা.)-কে মানবজাতির পথপ্রদর্শক হিসেবে প্রেরণ করেছিলেন। তিনি এসে মানুষকে সুপথে চলার নির্দেশনা দিয়ে জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভয় দেখিয়েছেন। কোন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে এবং কোন কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে তা তিনি সুস্পষ্টভাবে বলে গেছেন। এমন তিনটি কাজ রয়েছে, যেগুলো থেকে বিরত থাকার জন্য রাসুল (সা.) বিশেষভাবে সতর্ক করেছেন। এ সম্পর্কে বিস্তারিত বিবরণী তোলে ধরা হলো।


মদপানে অভ্যস্ত হওয়া : হাদিসে বর্ণিত হয়েছে, মদপানকারী ব্যক্তির ৪০ দিনের নামাজ কবুল করা হয় না। তবে সে তাওবা করলে আল্লাহতায়ালা তার তাওবা কবুল করেন। এভাবে তিনবার পর্যন্ত তওবা কবুল করেন। চতুর্থবার মদপানে জড়িয়ে পড়লে আল্লাহতায়ালা তার ৪০ দিনের নামাজ কবুল করেন না। যদি সে তওবা করে, আল্লাহতায়ালা তার তওবা কবুল করেন না এবং তাকে জাহান্নামিদের পুঁজের ঝরনা থেকে পানীয় পান করাবেন। (তিরমিজি)


আত্মীয়তার বন্ধন ছিন্ন করা : ইসলাম সব সময় আত্মীয়তা রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। যারা অযৌক্তিক কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, মহান আল্লাহ তাদের অভিসম্পাত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতির পর তা লঙ্ঘন করে আর (আত্মীয়তার) সম্পর্ক অক্ষুণœ রাখতে আল্লাহর নির্দেশ অমান্য করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের ওপর আল্লাহর অভিশাপ। আর আখিরাতে তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস।’ (সুরা রাদ ২৫)


ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য


        ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

জাদুতে বিশ্বাস করা : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তারা অনুসরণ করেছে, যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাত এবং (তারা অনুসরণ করেছে) যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের ওপর। আর তারা কাউকে শেখাত না যে পর্যন্ত না বলত যে, আমরা তো পরীক্ষাস্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা তাদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত। অথচ তারা তার মাধ্যমে কারও কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত, যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না এবং তারা অবশ্যই জানত, যে ব্যক্তি তা ক্রয় করবে, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আর তা নিশ্চিতরূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজদের বিক্রয় করেছে। যদি তারা জানত।’ (সুরা বাকারা ১০২) জাদু-টোনার অত্যন্ত গর্হিত কাজ, যা কখনো মঙ্গল বয়ে আনে না। বরং এগুলো মানুষের দুনিয়া ও আখিরাতের ধ্বংস ডেকে আনে। মহান আল্লাহ আমাদের এসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।

No comments

Powered by Blogger.