Adsterra

সেই লাইভের ব্যাখ্যা দিলেন সাদিয়া আয়মান

সেই লাইভের ব্যাখ্যা দিলেন সাদিয়া আয়মান, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

সম্প্রতি একটি ওয়েব ফিল্মের প্রমোশনের জন্য ভিন্নধারার কৌশল অবলম্বন করে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে এক র্দীঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী। পাঠকদের জন্য সেই পোস্ট তুলে ধরা হলো:


‘প্রিয় ভালোবাসার দর্শক, আশা করি প্রিয়জনের সাথে ভাল আছেন। দু-দিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কন্টেন্ট প্রমোশনের লাইভ নিয়ে আমার উপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি। সত্যিকার অর্থে লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।’


‘আপনারাই আমার ভালোবাসার জায়গা, তাই মনে হলো কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সাথেই শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মন প্রাণ দিয়ে পারফর্ম করি, তবে কি অভিনয় করব, কি ডায়ালগ হবে তা চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মাণ সংশ্লিষ্ট সকলে মিলে, এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না। আবার রিলিজের সময়েও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশান ডিজাইন করেন দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলেই প্রমোশনে অংশ নেই যেমনটি অনেক কষ্ট করে শ্যুটিং শেষ করি। কনটেন্ট শ্যুটিং থেকে শুরু করে রিলিজের আগ পর্যন্ত টিমকে কো অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।’

লাইভ করে মিথ্যা আতঙ্ক ছড়ালেন সাদিয়া আয়মান, তীব্র সমালোচনালাইভ করে মিথ্যা আতঙ্ক ছড়ালেন সাদিয়া আয়মান, তীব্র সমালোচনা

‘এই হরর জনরার কন্টেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে না করলেও, এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করেছে বলার পর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টারও দিয়ে দেয়া হয় যাতে আপনারা বুঝতে পারেন এটা একটি ফিল্মের প্রমোশন।’


‘তবে কমেন্ট আর শেয়ারে আমার প্রতি আপনাদের দুশ্চিন্তা এবং ভালোবাসার এই প্রকাশ আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এরকম স্পর্শকাতর বিষয়ে আরো দায়িত্বশীল থাকবো। পুরো বিষয়টি নিয়ে আমার দর্শকরা আমার প্রতি যে সহানুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন তাতে সত্যিই আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন। ভালোবাসা রইল।’


No comments

Powered by Blogger.