Adsterra

দুর্গা সাজে নতুন বার্তা দিলেন নওশাবা

দুর্গা সাজে নতুন বার্তা দিলেন নওশাবা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

নানা উৎসবে প্রায়ই ফটোশুটে অংশ নেন গুণী অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ঈদ কিংবা পূজাই শুধু নয়। ধর্মীয়সহ বিশেষ দিন উপলক্ষে ফটোশুটে অংশ নেন তিনি। তবে তার প্রত্যেকটি ফটোশুটে থাকে সম্প্রতির বার্তাও। এবার দুর্গাপূজাতেই তার ব্যতিক্রম হল না। শুভ বিজয়ার এক দিন আগেই সমুদ্রপারে দুর্গারূপে ধরা দিলেন এই অভিনেত্রী।

গত বছর নওশাবা দুর্গারূপে ভূমিকা দেখিয়েছিলেন ব্যস্ত ইট-পাথরের রাজধানীর প্রেক্ষাপটে। এবার তার ফটোশুটের থিম ‘দুর্গার সমুদ্র’। তাই তার এবারের ছবিগুলোতে সমুদ্র বড় ভূমিকা পালন করেছে। প্রতিটি ছবিতে উঠে এসেছে সমুদ্রবিষয়ক নানা কার্যক্রম।


দুর্গা সাজে নতুন বার্তা দিলেন নওশাবা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news


এবারের ফটোশুটটির সবচেয়ে বিশেষ দিক হলো সমসাময়িক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়কে দেবীরূপে নারী শক্তির ঢেউয়ে প্লাবিত করার প্রয়াস করা হয়েছে। নওশাবা দুর্গার বেশে হাজির হয়ে তুলে ধরেছেন ধর্মীয় সম্প্রীতি, সমুদ্রের পরিবেশ দূষণ ইস্যু, দুর্গার মাতৃরূপ, সাহায্যকারী রূপ, ত্রাণকর্তার ভূমিকা ইত্যাদি।


দুর্গা সাজে নতুন বার্তা দিলেন নওশাবা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

এবারের দুর্গাপূজা উপলক্ষেও বিশেষ ফটোশুট ও ভিডিও চিত্র নির্মাণ করেছে নওশাবার ‘টুগেদার উই ক্যান’ ও ফটোগ্রাফি এজেন্সি ‘মোমেন্টওয়ালা’। পরিচালনা ও ফটোগ্রাফি করেছেন এমডি নাজমুল হোসাইন। নওশাবাকে দেবী দুর্গার বেশে সাজিয়েছেন ইমন হোসেন। ভিডিওর সঙ্গীতায়োজন করেছেন ইজাজ ফারাহ। সিনেমাটোগ্রাফি ও এডিটিংয়ে ছিলেন ইমরানুজ্জামান সোহাগ।

দুর্গা সাজে নতুন বার্তা দিলেন নওশাবা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

নওশাবা মনে করেন, ‘দুর্গা ভালোবাসা আর সম্প্রীতির আধার। সমুদ্রের মতো তিনিও সর্বব্যাপী, সব কিছুকে আলিঙ্গন করেন।’


দুর্গা সাজে নতুন বার্তা দিলেন নওশাবা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলোর ক্যাপশনে কাজী নওশাবা আহমেদ বলে দিলেন, ‘শিল্প সমুদ্রের ন্যায়। তাকে শিকল পরিয়ে বা গলা চিপে ধরে লাভ নেই। শিল্পীর শিল্পসত্তার জোয়ারে ভেঙে যাবে সব শিকল। শুধু মন্দিরে পূজনীয় দেবী নয়! তিনি প্রতিটি নারীর আত্মার প্রতিফলন। সমুদ্রের মতো তিনিও সর্বব্যাপী। সব কিছুকে আলিঙ্গন করেন এবং দুর্গা শান্তি ও বিজয়ের প্রতীক।’

No comments

Powered by Blogger.