কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির পাশের হার ৭১ দশমিক ১৫
কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৪ সালে ১ লাখ ১২ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ৭৯ হাজার ৯০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ জন। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় শতভাগ পাশ করেছে ১০টি কলেজ। কোন শিক্ষার্থী পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৪টি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন চেয়ারম্যান ড. নিজামুল করিম। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।
No comments