Adsterra

মুমিনুল ও তাইজুলের প্রতিরোধে প্রথম সেশন শেষ করল বাংলাদেশ

মুমিনুল ও তাইজুলের প্রতিরোধে প্রথম সেশন শেষ করল বাংলাদেশ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, banglad

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তবে মুমিনুল ও তাইজুলের ব্যাটে লড়াই করে তৃতীয় দিনের প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। প্রথম সেশনে ২৮ ওভার ব্যাট করে ৯৯ রান তুলতে পেরেছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন খেলা পর্যন্ত ৩৭ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৭ রান। ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে ৩৭৬ রান করতে হবে। কিন্তু ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে এখনও করতে হবে ২৩৯ রান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মুমিনুল হক ৬ রান এবং নাজমুল হাসান শান্ত ৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন। তবে ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন শান্ত (৯)। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও।

এরপর ১৫তম ওভারের প্রথম মিরাজকে এবং তৃতীয় বলে অভিষেক টেস্ট খেলতে নামা মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন রাবাদা। এতে দলীয় ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

কিন্তু তাইজুলকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরেন অভিজ্ঞ মুমিনুল। ৭৬ বলে ফিফটি তুলে নেন এই বাঁ-হাতি ব্যাটার। মুমিনুলের ৭৪ রান এবং তাইজুলের ১৮ রানে ভর করে প্রথম সেশনে ৯৯ রান তুলতে পেরেছে স্বাগতিকরা।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

এর আগে, দ্বিতীয় দিনে ৯ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান তুলতে পেরেছে স্বাগকিতরা। মুমিনুল হক ৬ রান এবং নাজমুল হাসান শান্ত ৪ রানে অপরাজিত ছিলেন।

No comments

Powered by Blogger.