কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১
নারায়ণগঞ্জের বন্দরে পূর্বশত্রুতার জের ধরে সোহান নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যরা। রোববার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান ওই এলাকার সালাম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, রূপালী এলাকায় একাধিক কিশোর গ্যাং রয়েছে। রাতে ওই এলাকায় পূর্ববিরোধের জের ধরে হামজার ছেলের সঙ্গে সোহানের ঝগড়াকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং সদস্যদের মধ্যে সংঘর্ষে কাজল গ্রুপের সদস্যরা সোহানকে পিটিয়ে ও বুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বাবা সালাম মোল্লা বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
No comments