Adsterra

ধারের টাকা চাইবেন যেভাবে

ধারের টাকা চাইবেন যেভাবে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

অনেক সময় অর্থ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। টাকা ধার নিয়ে আত্মীয় বা বন্ধু আর যোগাযোগ রাখেছে না, দেখা হলে এড়িয়ে যায়, টাকা ফেরত দেওয়ার কোনো নাম নাই। এসব কারণসহ বিভিন্ন কারণে সম্পর্কে ফাটল দেখা দেয়। কিন্তু মূল্যস্ফীতির সময়ে অনেকের বিপদ থাকেই।

অর্থনৈতিক বিপদই অনেক বেশি। এই সময় যিনি ধার দেন তিনিও বিপদে পড়েন। তাই বাধ্য হয়েই টাকা চাইতে হয়। কিন্তু কীভাবে চাইবেন সেটি নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকেই।

যদি টাকা ফেরত চাইলে সম্পর্কে ভাটা পড়ে? তাই টাকা ধার দেওয়ার আগে কিছু বিষয় ভেবে দেখতে হবে এবং কীভাবে টাকা ফেরত চাইবেন, তা নিয়েই আজকের প্রতিবেদন।

পরিশোধ করবে কীভাবে

কীভাবে টাকা ফেরত পাবেন সেটা জেনে নিন। ডেলাইনের আগে একটা ছোট মেসেজ দিতে পারেন। ভদ্রভাবেই বলতে পারেন।

কিভাবে টাকা নিবেন সবই জেনে নিবেন।

মানুষ বুঝে ঋণ দেয়া জরুরি

আপনার বন্ধু বা স্বজন সবাই যে আপনার মতো ধ্যানধারণা বা নীতিতে বিশ্বাসী হবে, তা কিন্তু নয়। তাই ব্যক্তি বুঝে সাহায্য করুন। পরিবার বা আত্মীয় তো বটেই, আপনার বন্ধুদের মধ্যেও এমন কেউ থাকতে পারে, যিনি আপনার টাকাকে নিজের ভেবে খরচ করে ফেলাটাকে স্কুল ভাবেন না। আপনার কষ্টার্জিত আয়কে তারা গুরুত্ব দিতেই জানেন না।

উদাসীন কাউকে টাকা ধার দিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। ধার দেওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই বা আপনি নিজেই অন্য কারো কাছে ঋণী বলে তাদের এড়িয়ে যেতে পারেন।

মেসেজ দিন

ঋণ দিলে অবশ্যই ওই ব্যক্তিকে ছোট মেসেজ দিয়ে মনে করিয়ে দিতে পারেন। সরাসরি ‘টাকাটা ফেরত দাও’ এমন কথা না নিখে কুশলাদি জিজ্ঞেস করে পরে সেই বিপদের মুহূর্তের কথা তুলতে পারেন। কুশলাদি জিজ্ঞেস করেও আপনি তাদের মনে করিয়ে দিতে পারেন।

ভাগ করে দিতে বলুন

বড় অঙ্কের টাকা হলে ছোট ছোট ভাগ করে প্রতি মাসে কিছুটা দিতে বলুন। হতে পারে ঋণগ্রহীতা বন্ধু বা আত্মীয়ের আর্থিক অবস্থা এখনো পুরোপুরি ভালো হয়নি। তবে আপনারও টাকার প্রয়োজন। এমন মুহূর্তে আপনি তাকে পাওনা টাকাটা মাসে মাসে অল্প অল্প করে পরিশোধ করার পরামর্শ দিতে পারেন।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

বিকল্প উপায় মনে করিয়ে দিন

প্রথাগত টাকার বদলে টাকায় ঋণ শোধ না করে বিকল্প উপায়ও মনে করিয়ে দেওয়া যায়। আপনি হয়তো টাকা ধার দিয়েছেন কিন্তু গ্রহীতা শোধ করতে পারছেন না। অন্য কোনো সেবা গ্রহণের মাধ্যমে ঋণ শোধের প্রস্তাব দিতে পারেন। অনেকের নগদ টাকা হাতে থাকে না। সে ক্ষেত্রে সেই ব্যক্তির কাছ থেকে কাজ বা সেবা গ্রহণের মাধ্যমে ঋণ আদায় করে নিতে পারেন। যেমন যে ব্যক্তিকে ধার দিলেন, তার কাছে হয়তো নগদ টাকা নেই। তবে সে খুব ভালো পেইন্টার বা গ্রাফিক বা ইন্টেরিয়র ডিজাইনার। আর আপনিও বাসা বা অফিসে এ ধরনের কোনো কাজ করাতে চাইছেন। এ ক্ষেত্রে বন্ধুকে দিয়ে এসব কাজ করিয়ে নেওয়ার বিনিময়ে ঋণ শোধ হতে পারে। তবে সেটাও পরিষ্কার আলোচনার মাধ্যমে করা ভালো। এতে সম্পর্কও ভালো থাকবে।

No comments

Powered by Blogger.