নির্বাচন দিয়ে দায়িত্ব থেকে নেমে যাওয়াটাই বড় অর্জন ধর্ম উপদেষ্টা
তিনি বলেন, সরকারের উপদেষ্টাদের দোষ-ত্রুটি থাকতে পারে। কিন্তু ফেসবুকে ট্রল করা শয়তানি। আমরা রাষ্ট্র পরিচালনা করতে ফেসবুকের মুখাপেক্ষী নই। আমরা মাঠের মানুষ, দায়িত্ব শেষে আবারও মাঠে থাকব।
খালিদ হোসেন বলেন, আমরা আগ্নেয়গিরির ওপর বসে আছি। না জেনে আপনারা বুকের ওপর ছুরি মারছেন। অনেক কাজ আমাদের করতে হয়। আমি শুধু মুসলমানদের মন্ত্রী নই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী সবার মন্ত্রী।
তিনি বলেন, আপনারা আমাকে পরামর্শ দেবেন। আমার ভুলত্রুটি হলে ধরিয়ে দেবেন, ফেসবুকে লেখেন কেন? ফেসবুকে সমাধান হয় না।
ধর্ম উপদেষ্টা বলেন, আমি যে ধর্ম উপদেষ্টা, এটা আল্লাহর দান। আমি তদবির করিনি। সকালে ঘুম থেকে উঠে শুনি আমি উপদেষ্টা। এগুলো আল্লাহর তরফ থেকে দান। আমি আমার সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করে যাচ্ছি।
তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টাকে আপনারা চেনেন, সারা পৃথিবীতে তার পরিচয় আছে। বেশিদিন লাগবে না, আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যাব।
খালিদ হোসেন বলেন, সমুদ্রপথে জাহাজে হজযাত্রীদের পাঠানো গেলে বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ খরচ কম পড়বে। সেজন্য চার্টার শিপ ভাড়া করতে হবে। এটা করতে গেলে দুই হাজার কোটি টাকার প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক যদি আমাদের কর্জ দেয়, তাহলে আমরা এটা করতে পারব।
তিনি বলেন, আমাদের সংবিধানে সব ধর্ম-মতের মানুষের সমান অধিকার দেওয়া হয়েছে। দুর্গাপূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে বড় ধরনের কোনো সহিংসতার খবর নেই।
No comments