Adsterra

বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ভারতের কলকাতায় আবারও বেড়েছে স্বর্ণের দাম। দুর্গাপূজার ছুটির পর গতকাল (১৪ অক্টোবর) ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরা সোনা এই প্রথম ৭৬ হাজার ৬৫০ টাকায় উঠেছে, যা জিএসটি ধরে ৭৮ হাজার ৯৫০ টাকা। ছুটির আগে বুধবার (৯ অক্টোবর) সোনা এবং গয়নার বাজার বন্ধ হওয়ার সময় তা ছিল কর ছাড়া ৭৫ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

ওই প্রতিবেদনে বলা হয়, স্বর্ণের দাম বৃদ্ধির কারণ হিসেবে সংশ্লিষ্ট মহল আঙুল তুলেছে পশ্চিম এশিয়ার দিকে। কারণ সেখানে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে স্বর্ণের বাজার অস্থির, যার প্রভাব পড়ছে ভারতে।

জেজেগোল্ডের ডিরেক্টর হর্ষদ অজমেরা বলেন, ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তাপ না কমা পর্যন্ত স্বর্ণের দাম কমার সম্ভাবনা কম। পুঁজি সুরক্ষিত রাখতে বিনিয়োগকারীরা আঁকড়ে ধরেছেন এই ধাতুকে। এতে বাড়ছে দাম।’

অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি শুভঙ্কর সেনের দাবি, আগামী ২৯ থেকে ৩০ অক্টোবর ধনতেরাস উৎসব ঘিরে গয়নার বাজার নিয়ে চিন্তা বাড়ছে। ধনতেরাসে মনে হয় হাল‌কা স্বর্ণের গয়না কিনবেন ক্রেতারা।

তবে তাদের ধারণা, চড়া দাম ক্রমশ নিয়ন্ত্রণে চলে আসবে। ক্রেতারা পুরোপুরি মুখ ঘুরিয়ে থাকতে পারবেন না।

No comments

Powered by Blogger.