আবুল হাসানাত ও তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ
বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিএফআইইউ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে হিসাব জব্দ করা হয়।
অ্যাকাউন্ট জব্দ হওয়া ব্যক্তিরা হলেন- আবুল হাসানাতের স্ত্রী প্রয়াত সাহান আরা আবদুল্লাহ; তাদের তিন ছেলে- সাবেক এফবিসিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ, বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। এ ছাড়াও সাদিকের স্ত্রী লিপি আবদুল্লাহ এবং পরিবারের আরেক সদস্য ফিরোজা সুলতানা।
আরও দেখুন : আবেদনময়ী লুকে চিত্রনায়িকা স্বস্তিকা মুখার্জি
বিএফআইইউয়ের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিতের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী এসব হিসাবের লেনদেন বিবরণী, কেওয়াইসি ফরমসহ প্রয়োজনীয় তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে
No comments