মহানবি (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি
কুড়িগ্রামে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে মো. জুবায়ের ইসলাম সাজু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ অক্টোবর) ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ওসি জিল্লুর রহমান।
স্থানীয়রা জানান, সকালে সাজু তার ফেসবুক আইডিতে মহানবি হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। তার ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পুলিশের তৎপরতায় ভূরুঙ্গামারী থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে রোববার সন্ধ্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি এলাকা থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি জিল্লুর রহমান বলেন, সাজু নামে সেই কটূক্তিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ওই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
No comments