Adsterra

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো যুদ্ধের হুমকি মোকাবিলায় সর্বদা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) এক শীর্ষ কর্মকর্তা। আইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি সোমবার জেনারেল আব্বাস নীলফরৌশানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন। খবর মেহের নিউজের।

জেনারেল নীলফরৌশানের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাসজেদি বলেন, আমরা তার মৃত্যুতে থেমে থাকব না এবং আমরা সেই প্রিয় শহীদদের রক্তের প্রতিশোধ নেব। আমরা দখলদার ইসরাইলের কাছ থেকে ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগণের প্রতিশোধ নেব। জেনারেল ঘানিকে নিয়ে শত্রুর মিডিয়ার অপপ্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন, শত্রুর সাম্প্রতিক প্রচেষ্টা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইসরাইলি বিমান হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর সঙ্গে ইরানের জেনারেল আব্বাস নীলফোরৌশানও প্রাণ হারান। ইরান ওই হত্যাকা-ের প্রতিশোধ নিতে গত ১ অক্টোবরে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলজুড়ে ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর থেকেই ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সুযোগ খুঁজছে দখলদার ইসরাইল।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

ইরানে হামলার অনুমতি নিতে দফায় দফায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেও সবুজ সংকেট পায়নি ইসরাইল। কারণ ইরান আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরাইলকে, তেহরানে হামলার চিন্তা করলে এবার জবাব হবে আরও ভয়ংকর। মূলত ওই হুমকির পর থেকেই চুপশে আছে ইসরাইল। সে কথাই আরেকবার মনে করিয়ে দিলেন আইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি। এদিকে ইসরাইলের সব ধরনের সামরিক লক্ষ্যবস্তুকে শনাক্ত করেছে ইরান। ইসরাইল যদি ইরানে হামলা চালায়, তাহলে সেসব লক্ষ্যবস্তুকে নিশানা বানাবে তেহরান।

No comments

Powered by Blogger.