Adsterra

৪০০ ছাড়িয়ে লাঞ্চ বিরতিতে প্রোটিয়ারা

৪০০ ছাড়িয়ে লাঞ্চ বিরতিতে প্রোটিয়ারা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

চট্টগ্রাম টেস্টে আগে ব্যাট করতে নেমে রীতিমতো উড়ছে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে ৪০০ পেরিয়েছে তাদের প্রথম ইনিংসের রান, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন টনি ডে জর্জি। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও দুর্দান্ত শুরু করেছিলেন এই প্রোটিয়া ওপেনার। ১৭৭ রান করে আউট হন তিনি। তবে হতাশার সেশনে ফাইফার তুলে নিয়েছেন তাইজুল ইসলাম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। রাইয়ান রিকেলটন ৩৩ বলে ১১ রান এবং ওয়ায়ান মুল্ডার ২৭ বলে ১২ রান করে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন।

বুধবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনেও দুর্দান্ত শুরু করে আগের দিনে ২৫ রান করা ডেভিড বেডিংহ্যাম এবং ১৪১ রানে অপরাজিত থাকা টনি ডে জর্জি। ২৩৫ বলে নিজের ১৫০ রান পূরণ করেন জর্জি।

অপর প্রান্ত থেকে ৭০ বলে ফিফটি তুলে নেন বেডিংহ্যাম। ফিফটির বেশিক্ষণ পিচে থাকতে পারেননি এই ডান হাতি ব্যাটার। ৭৮ বলে ৬৯ রান করে তাইজুলের তৃতীয় শিকার হন তিনি। সতীর্থের বিদায়ে নিজেকে ধরে রাখতে পারেননি ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা জর্জি। ২৬৯ বলে ১৭৭ রান করে তাইজুলের চতুর্থ শিকার হন এই প্রোটিয়ার ওপেনার।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মিরপুর টেস্টে সেঞ্চুরি পাওয়া কাইল ভেরাইনে। শূন্য রান করা এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের ফাইফার পূরণ করেন তাইজুল। এতে দলীয় ৩৯১ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।

এরপর প্রোটিয়া শিবিরে হাল ধরেন রাইয়ান রিকেলটন ও ওয়ায়ান মুল্ডার। রিকেলটনের ১১ রান এবং মুল্ডারের ১২ রানে ভর করে দ্বিতীয় দিনের প্র্রথম সেশনে ২৯ ওভার ব্যাট করে ১০৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

উল্লেখ্য, প্রথম দিনে ৮১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং ২১১ বলে ১৪১ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে টনি ডে জর্জি। এখান থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে দুই দল।

No comments

Powered by Blogger.