Adsterra

অভিযানের খবরে পালিয়ে গেলেন ব্যবসায়ীরা

অভিযানের খবরে পালিয়ে গেলেন ব্যবসায়ীরা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news


ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ডিম ও ব্রয়লার মুরগির বাজারদর নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। অভিযানের খবর টের পেয়ে দোকান বন্ধ করে সটকে পড়েন ব্যবসায়ীরা।


বুধবার (৯ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজধানীর কাপ্তান বাজারে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত বাজার মনিটরিংয়ের টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় খুচরা  দোকানদাররাও ডিম লুকিয়ে ফেলেন।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

তাদের কাছে ডিম সংরক্ষণে নেই বলে দাবি করেন তারা।

ব্রয়লার মুরগির দোকানে অভিযান চালিয়ে কেজিপ্রতি বেশি মূল্যে মুরগি বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

উমর ফারুক বলেন, কাপ্তান বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যদের বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে প্রত্যেক ব্যবসায়ীকে বেশি মূল্যে বিক্রয় না করা ও মূল্য তালিকা সংরক্ষণ করার জন্য মিটিং ডেকে সবাইকে সচেতন করার লক্ষ্যে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি একটি নির্দিষ্ট স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর গুরুত্বপূর্ণ ধারাসংবলিত সাইনবোর্ড বাজার কমিটি ৭ দিনের মধ্যে টানাবে যাতে ক্রেতা- বিক্রেতাসহ জনসাধারণ সচতেন হয়। টাস্কফোর্সের বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অধিদপ্তরে সংযুক্ত) রফিকুল ইসলাম, ক্যাবের তথ্য কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফারহান আতেফ, মো. সালাউদ্দিন, আব্দুল জব্বার মণ্ডল, ঢাকা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.