১৬ বছর দেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না: নুরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল কিন্তু দেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। একটি পার্লামেন্ট ছিল কিন্তু সেই পার্লামেন্টে কোনো কার্যকারিতা ছিল না, নির্বাচিত কোনো প্রতিনিধি সেই পার্লামেন্টে ছিল না, দেশে নির্বাচন কমিশন ছিল ঠুঁটো জগন্নাথ, নির্বাহী আদেশের যে কোনো অন্যায় আদেশ মেনে নেওয়া হয়েছিল, নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও মানুষের কোনো ভোটাধিকার ছিল না।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল ইসলাম নয়ন বলেন, আদালত ছিল কিন্তু আদালতের কোনো ন্যায় বিচার ছিল না। রাজনৈতিক পরিচয়ে আদালতে বিচারের রায় নির্ধারিত হয়েছিল। প্রশাসন ছিল কিন্তু প্রশাসনে কোনো নিরপেক্ষতা ছিল না। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণ করা হয়েছিল। র্যাব পুলিশ যখন হত্যা মামলা হামলা সমার্থক শব্দে পরিণত হয়েছিল। যখন বাংলাদেশে এই অবস্থা ঠিক তখনই দেশ নায়ক তারেক রহমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের প্লাটফর্ম তৈরি করে দিয়েছে। সেই প্লাটফর্মের ওপর ভর করে গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে সফল গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পর ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে।
তবে কে বা কাহারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে আমরা জানি না, তবে আমরা পাঁচ আগস্টের পর থেকে দাবি জানিয়ে আসছি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার। গত ১৬ বছরে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রত্যেকটি হত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
তিনি বলেন, তারেক রহমান বলেছিলেন রাজনীতিবিদদের সাধারণ মানুষের কাছে যেতে হবে। পঞ্চগড়ের নেতাকর্মীরা ঢাকায় গিয়ে নেতার সঙ্গে দেখা করবে এমনটা নয়। এজন্যই আমাদের প্রতিটি সংগঠনের কেন্দ্রীয় নেতাদের জেলায় জেলায় পাঠাচ্ছেন তারেক রহমান। এ সময় তিনি যুবদলের প্রতিটি নেতাকর্মীদের মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে না জড়ানোর নির্দেশ দেন।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়ার সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহামুদার রহমান মাহাবুব, সদস্য সচিব আনোয়ার হোসেন তাপস বক্তব্য রাখেন।
বক্তারা আগামী দিনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান। কর্মীসভা শুরুর আগে কেন্দ্রীয় নেতাদের পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। স্থানীয় যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানান। কর্মীসভার পঞ্চগড় জেলা, থানা, পৌর ওয়ার্ড এবং ৪৩টি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
No comments