মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল গ্রেপ্তার
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলকে (৩১) সিলেটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে জেনেভা ক্যাম্পে গত কয়েক দিনের গোলাগুলি এবং হত্যার ঘটনার হোতা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুনিয়া সোহেলসহ তার দুই সহযোগীকে ঢাকায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ৩টি হত্যা মামলাসহ অপহরণ, চাঁদাবাজি ও মাদকের ১৮টি মামলা রয়েছে।
৫ আগস্ট সরকার পতনের পর জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়। এতে বেশ কয়েকজন প্রাণ হারান।
No comments