মালাইকার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে, স্বীকার করলেন অর্জুন
বলিউড তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক দীর্ঘ ৬ বছরের। খবরটি যখন প্রকাশ্যে আসে, সে থেকেই তোলপাড় শুরু হয় বলিউডের অন্দরমহলে। বয়সে অসম এই জুটির প্রেম নিয়ে জলঘোলাও কম হয়নি।
তবে একপর্যায়ে তাদের সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জনও ওঠে। সত্যিই নাকি আলাদা হয়ে যাচ্ছেন অর্জুন-মালাইকা। যদিও বিষয়টি নিযে এতদিন মুখে খুলুপ এঁটেছিলেন দুজনেই। অবশেষে মালাইকার সঙ্গে সম্পর্ক ভাঙার কথা স্বীকার করলেন অর্জুন।
মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক ভাঙনের খবর প্রকাশ্যে আসলে পুরোপুরি তা অস্বীকার করেন অভিনেত্রীর ম্যানেজার। কিন্তু বিষয়টি নিয়ে আর টুঁ শব্দ করেননি মালাইকা কিংবা অর্জুন। এবার নিজ মুখেই বিচ্ছেদের সত্যতা নিশ্চিত করলেন এই অভিনেতা।
সোমবার (২৮ অক্টোবর) অজয় দেবগন অভিনীত ‘সিংহম এগেইন’সিনেমার প্রচার উপলক্ষে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অজয়-টাইগার শ্রফের সঙ্গে যোগ দেন অর্জুনও। এ সময় মিডিয়াকে এ কথা জানান তিনি।
এ প্রসঙ্গে অর্জুন বলেন, ‘আমি এখন সিঙ্গেল, রিল্যাক্স।’ তবে এর চেয়ে বেশি কিছু জানাননি অভিনেতা। ইতোমধ্যে এই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন মালাইকা। ২০১৭ সালের মে মাসে তাদের আইনি বিচ্ছেদ হয়। ডিভোর্সের পর অর্জুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন অভিনেত্রী। কিন্তু সে সম্পর্কেও হানা দিল বিচ্ছেদের সুর।
No comments