Adsterra

আইফোনের লোগোটি একটি গোপন বাটন, করা যায় যেসব কাজ

আইফোনের লোগোটি একটি গোপন বাটন, করা যায় যেসব কাজ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

প্রযুক্তি বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোডাক্ট আইফোন। প্রতি বছরই অ্যাপল আইফোনের নতুন সংস্করণ নিয়ে আসে। সবশেষ আইফোন ১৬, ১৬ প্লাস, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স নিয়ে এসেছে বহুজাতিক কোম্পানিটি। অ্যাপলের ফোনের পোডাক্টের পিছনে রয়েছে অর্ধেক খাওয়া অ্যাপেলের লেগো। যা মূলত একটি গোপন বাটন।

এই বাটনটি দিয়ে আইফোনের বেশ কিছু কাজ করা যায়। এটি দিয়ে স্ক্রিনশর্ট নেওয়া, ভলিউম পরিবর্তন করা যায়। আইফোনে সংযুক্ত নতুন এই সুবিধাকে বলা হয় ব্যাক ট্যাপ। ২০২০ সালে রিলিজকৃত আইওএস ১৪ সফটওয়্যার ভার্সনের ফোনগুলোতে এ সুবিধা মিলবে।

বাটনটি যেভাবে ব্যবহার করবেন

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

প্রথমে এই ফিচারটি ব্যবহার আপনার ফোনটি আইওএস ১৪ ভার্সনের হতে হবে। তাহলে আপনি অনায়াসে এই সুবিধা উপভোগ করতে পারবেন।

এজন্য প্রথম Settings > General > Software update

এরপর Settings> Scroll down and tap "Accessibility" and then click "Touch"

এরপরই আপনার ফোনের স্ক্রিনে ব্যাক ট্যাপ দেখা যাবে। সেখান থেকে ডুয়েল ট্যাপ অথবা ত্রিপল ট্যাপ নির্বাচন করুন।

No comments

Powered by Blogger.