Adsterra

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী, অতঃপর

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী, অতঃপর,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh ne

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ প্রান্ত দেব প্রবালের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

নিখোঁজ শিক্ষার্থী কক্সবাজার ঈদগাঁও এলাকার পলাশ দেবের ছেলে। সে ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। জানা যায়, রোববার সন্ধ্যার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে তিনি নিখোঁজ হন।

সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী বলেন, ‘প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন বলেন, ‘প্রতিমা বিসর্জনের সময় এক দর্শনার্থী নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বরে জোয়ারের পানির সঙ্গে ভেসে আসেন। জেলেরা দেখতে পেয়ে খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

No comments

Powered by Blogger.