Adsterra

সিঙ্গাপুরে শীর্ষ ৫০ ধনীর একজন সামিটের আজিজ খান

সিঙ্গাপুরে শীর্ষ ৫০ ধনীর একজন সামিটের আজিজ খান, ঢাকা ভয়েস, Dhaka Voice, ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, bangla new

দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ, জ্বালানি ও টেলিকম খাতে একক আধিপত্য সামিট গ্রুপের। মূলত আওয়ামী লীগ সরকারের আমলেই এসব খাতে ব্যবসা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতা ছাড়া বিভিন্ন প্রকল্প আর সরকারি নানা সুবিধা পেয়ে গত দেড় দশকে সামিট গ্রুপের ব্যবসা ফুলেফেঁপে উঠেছে।


বিদ্যুৎ-জ্বালানির ওপর ভর করে একসময়ের জুতা, চিটাগুড় ব্যবসায়ী দেশের গন্ডি পেরিয়ে এখন সিঙ্গাপুরের শীর্ষ ৫০ তালিকায় স্থান করে নিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তিনি এক যুগের বেশি সময় সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত। সেজন্য বাংলাদেশে ব্যবসা করলেও এ কোম্পানির সম্পদের হিসাব করা হয় সিঙ্গাপুরে।


যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস ম্যাগাজিন ২০২৪ সালের এপ্রিলে বিশ্বের ৭৮টি দেশের শতকোটিপতিদের যে তালিকা করেছে, সেখানে স্থান পেয়েছেন আজিজ খান। তালিকা অনুসারে, এখন বিশ্বে মোট শতকোটিপতির সংখ্যা ২ হাজার ৭৮১, যেখানে তার অবস্থান ২ হাজার ৫৮২তম। এ ছাড়া ফোর্বস ম্যাগাজিন গত বছর সিঙ্গাপুরের ৫০ শীর্ষ বিত্তশালীর যে তালিকা করেছিল, সেখানে আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও টেলিকম খাতের পাশাপাশি শিপিং, বন্দর, আবাসন এবং অন্যান্য খাতেও ব্যবসা রয়েছে সামিট গ্রুপের।

No comments

Powered by Blogger.