Adsterra

বুড়ো বয়সেও যে খেল দেখালেন রজনীকান্ত

বুড়ো বয়সেও যে খেল দেখালেন রজনীকান্ত, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। গত ১০ অক্টোবর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে টি. জে. জ্ঞানভেল পরিচালিত এই সিনেমা। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ সাড়া ফেলে এটি। 


চলতি বছরে তামিল ভাষার বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘ভেট্টিয়ান’-এর অবস্থান দ্বিতীয়। এ তালিকার শীর্ষে রয়েছে থালাপাতি বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। এটি আয় করেছিল ১০৪ কোটি রুপি। বক্স অফিসে ‘ভেট্টিয়ান’ আয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। দুর্গাপূজার নবমীর দিনেও তা বজায় রাখে সিনেমাটি।


স্যাকনিল্কের তথ্য অনুসারে, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির ৩ দিনে শুধু ভারতে আয় করেছে ৯৫.৮ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৫০ কোটি রুপি। মুক্তির ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৪৫.৮ কোটি রুপি [বাংলাদেশি মুদ্রায় ২০৫ কোটি ৬৮ লাখ টাকার বেশি]।


‘ভেট্টিয়ান’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়র, ঋতিকা সিং, রোহিনী, রাও রমেশ প্রমুখ। সুভাষ করন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপি।


No comments

Powered by Blogger.