আবরার ফাহাদকে নিয়ে শর্টফিল্ম
২০১৯ সালের ৭ই অক্টোবর ছাত্রলীগ সন্ত্রাসীদের নৃশংসতার বলি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ। সেই নির্মম হত্যার ঘটনা বিশ্বকে জানাতে শর্টফিল্ম নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। আবরারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার প্রকাশিত হয়েছে সেই শর্টফিল্মের টিজার।
‘রুম নম্বর ২০১১’- নামের এই শর্টফিল্মে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী। জিসু এন্টারটেইনমেন্ট নামের একটি ইউটিউব চ্যানেলে টিজার প্রকাশ করা হয়। এর আগে, প্রতিষ্ঠানটির পেজ থেকে সিনেমাটির বিষয়ে জানানো হয়। একইসঙ্গে সেই পেজে একটি পোস্টার প্রকাশ করা হয়। প্রসঙ্গত, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করায় বুয়েটের শের-ই-বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে একদল ছাত্রলীগ নেতাকর্মী। আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠেন বুয়েটের শিক্ষার্থীরা। দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নিষিদ্ধ করা হয় ছাত্র-রাজনীতি। আবরার হত্যাকাণ্ডের পর দেশব্যাপী প্রতিবাদের মুখে নিম্ন আদালতে খুনিদের শাস্তি হলেও এখনো উচ্চ আদালতে করা আপিলের নিষ্পত্তি হয়নি। বিচার শেষ করে দ্রুত দোষীদের সাজা নিশ্চিতের দাবি জানিয়েছে শহীদ আবরারের পরিবার।
No comments