৫৩ শিক্ষার্থী আটক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ৫৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে তাদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে, এদিন বিকেল পৌনে তিনটার দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। পরে ৬নং ভবনের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা কথা না শুনে বিশৃঙ্খলা শুরু করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়লে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর গত ২০ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন এইচএসসিতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা বোর্ডের ভেতর ঢুকে হামলাও চালান। ভাঙচুর করেন বোর্ড চেয়ারম্যানের রুম।
No comments