Adsterra

আরও ৫ মামলা ইমরান খানের বিরুদ্ধে

আরও ৫ মামলা ইমরান খানের বিরুদ্ধে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news


পাকিস্তানের ডি-চকে প্রতিবাদ বিক্ষোভের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আরও ৫টি মামলা হয়েছে। তার সঙ্গে দু’টি মামলায় আসামি করা হয়েছে খাইবার পখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ধাপুর এবং গিলগিট বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদের বিরুদ্ধে। গুরুতর ৬টি ধারার অধীনে ইমরানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ৪ঠা অক্টোবর ইসলামাবাদের ডি-চক এলাকায় বিক্ষোভ করেন তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, বিক্ষোভের আগের দিন ৩রা নভেম্বর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সতর্ক করে দেন ইমরান খান প্রতিষ্ঠিত পিটিআই’কে। 

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য


        ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

তিনি প্রতিবাদ বিক্ষোভের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বান জানান দলের নেতাকর্মীদের। জানিয়ে দেন, ইসলামাবাদে কাউকে এমন বিক্ষোভ করতে দেয়া হবে না। উল্লেখ্য, যেদিন বিক্ষোভের ডাক দেয় পিটিআই, সেদিন ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পাকিস্তান সফরের শেষদিন এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিট। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা এবং ইমরান খানের জেল মুক্তির দাবিতে সরকারবিরোধী প্রতিবাদ শুরু করে পিটিআই। দিনটি ছিল শুক্রবার। এদিন বিক্ষোভ থেকে ইমরান খানের দুই বোন আলিমা খান ও উজমা খানসহ দলের বেশ কিছু নেতাকর্মীকে আটক করা হয়। ইমরান খানের দুই বোনের বিরুদ্ধে মামলা হয়েছে কোহসার পুলিশ স্টেশনে। এতে সন্ত্রাসের ১৬টি ধারা সহ গুরুতর কিছু ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ডি-চক প্রতিবাদের ঘটনায় পিটিআইয়ের ইসলামাবাদ শাখার প্রেসিডেন্ট আমির মাসুদ মুঘলের বিরুদ্ধে মামলা হয়েছে তারনল পুলিশ স্টেশনে। এই মামলায় ইমরান খান, খাইবার পখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গান্ধাপুর সহ দলের ৩৪ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫০ জনকে আসামি করা হয়েছে। একটি সন্ত্রাসের ধারা সহ ১৩টি বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। ইমরান খান, পিটিআইয়ের প্রেসিডেন্ট ব্যারিস্টার গওহর আলি খান, খাইবার পখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গান্ধাপুরের তথ্য বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার সাইফের বিরুদ্ধে মামলা হয়েছে করাচি কোম্পানি পুলিশ স্টেশনে। পিটিআই নেতা আজম স্বাতী, খুরশিদ সহ ২০ জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

No comments

Powered by Blogger.