Adsterra

ক্রিকেট আর সিনেমা মিলে গেলে মহা বিস্ফোরণ হতে পারে : শাকিব খান

ক্রিকেট আর সিনেমা মিলে গেলে মহা বিস্ফোরণ হতে পারে, শাকিব খান, নঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, ba


ঢাকাই সিনেমার এই সময়ের সবচেয়ে বড় তারকা শাকিব খান। আসন্ন ১১তম বিপিএলের ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছে এই জনপ্রিয় নায়কের প্রতিষ্ঠান রিমার্ক হারলান। ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটালস। 


আজ সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানে  ঢাকা ক্যাপিটালসের টেবিলে আলো ছড়িয়েছেন এই নায়ক। ড্রাফট অনুষ্ঠানে সবার মনোযোগ কেড়ে নিয়েছেন এই সুপার স্টার। ক্যামেরার লেন্স বারবার ঘুরে গেছে তাঁর দিকে। 


এ সময় সাংবাদিকদের শাকিব খান বলেন, ‘আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। আমি সব সময় চেয়েছি, ফিল্ম আর ক্রিকেট কীভাবে একসঙ্গে কাজ করতে পারে। এক সঙ্গে চলতে পারে। সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট—এই দুই মহাশক্তি এক সঙ্গে মিলে গেলে একটা মহা বিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য।’


আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের।

দল গড়ার ঘোষণার পর থেকে দেশ এবং বিদেশ থেকে ভালো সাড়া পাচ্ছেন তিনি। শাকিব বিস্ফোরণ দেখছেন সেখানেও, ‘আমরা বিপিএলে দল করার ঘোষণার পর থেকে দেশে-বিদেশে থাকা বাংলাদেশি ক্রিকেটের দর্শক, সিনেমার দর্শক—এই দুইয়ে মিলে যেন একটা মহাবিস্ফোরণ হয়েছে।’


ক্রিকেট-সিনেমার সম্মিলনের বিস্ফোরণটা ক্রিকেটার সাকিব আর অভিনেতা শাকিব একই দলে থাকলে আরও বেশি হতো কিনা, এ নিয়ে আলোচনা আছে। যদিও শাকিব খানের মনে হচ্ছে, দুজন দুই দলে থাকায় রোমাঞ্চটা আরও বেশি, ‘আপনি যেমন বলছেন দুজন এক দলে থাকলে ভালো হতো, অনেকে আবার উল্টোটা বলছে, দুজনকে দুই জায়গায় দেখা যাবে। বিষয়টা খুব আনন্দের হবে। দেখতে আরও খুব ভালো লাগবে।’

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

ঢাকা ক্যাপিটালস নতুন দল হলেও তাঁদের প্রতিষ্ঠান রিমার্ক হারলান সব সময়ই বাংলাদেশ ক্রিকেটের পাশে আছে বলে জানিয়ে শাকিব খান বলেন, ‘আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের।’ বলেছেন, ক্রিকেটে তাঁরা থাকতেই এসেছেন।’


ড্রাফটের অভিজ্ঞতা থেকে এই চলচ্চিত্র তারকার আশা, এবার সত্যি সত্যি বিপিএলে আগের রোমাঞ্চ ফিরবে, ‘ড্রাফটে বসে আমরা যখন চূড়ান্ত সমীকরণ মিলাচ্ছিলাম, তখন বিভিন্ন গণমাধ্যমে যেভাবে খবরগুলো এসেছে, যেরকম উচ্ছ্বাস দেখেছি, আমাদের মনে হয়েছে প্রথমবার বিপিএলে যেরকম উচ্ছ্বাস দেখেছিলাম সেরকমই উচ্ছ্বাস সবার মধ্যে—ইয়েস এবার হবে খেলা!’


গোছানো প্লেয়ার্স ড্রাফট আয়োজনের জন্য  শাকিব খান বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর আশা নতুন বিপিএল টুর্নামেন্টটাকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়। মাঠের লড়াইও হবে আনন্দের। শাকিবের ভাষায়, ‘খুব আনন্দের লড়াই হবে। খুব মিষ্টি, দুষ্টু লড়াই হবে।’


তা এমন বিস্ফোরণোন্মুখ বিপিএলে দুষ্টু-মিষ্টি লড়াইয়ের জন্য ঢাকা ক্যাপিটালস দলটা কেমন হলো? এবার প্রশ্নকর্তাকে নায়ক শাকিব খানের পাল্টা প্রশ্ন, ‘আপনার কি মনে হয়েছে? নাম্বার ওয়ান হয়েছে তো? ব্যাস!’

No comments

Powered by Blogger.