ছেলে আর চোখ খোলে না: পরীমণি
ছেলে-মেয়েকে ঘিরেই এখন পরীমণির দুনিয়া। কাজের বাইরে সন্তানই যেন সব তার। পূণ্য জন্মের পর থেকে ছেলেকে ছেলেকে বাসায় ফেলে এক পা-ও নড়েন না। বলা যায়, কোলে নিয়েই ঘুরে বেড়ান। সর্বোচ্চ চেষ্টা করেন সন্তানদের সময় দেওয়ার।
বর্তমানে পরীমণির একমাত্র ছেলে পুণ্য ভালো নেই। চোখে ব্যথা পেয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন পরীমণি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলে একটি বিডিও শেয়ার করে অসুস্থতার বিষয়ে আরও একটি পোস্ট দিয়েছেন এই চিত্রনায়িকা। সেই ভিডিওতে দেখা যায়, এত অসুস্থতা অবস্থাতেও ছোট্ট পূণ্য খেলার পাশাপাশি নিজ হাতেই খাওয়ার চেষ্টা করছে।
পাঠকদের জন্য পরীমণির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—
‘আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জানেন যে, গত ২৯ তারিখ আমার প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা_কিতাব’র ট্রেলার লঞ্চিংয়ের আয়োজন ছিল। সেখানে আমি আমার ছেলেকে নিয়ে যাইনি বা নিতেও চাইনি। তার অনেক গুলো কারণের মধ্যে একটি হলো আমি আসলেই চাইনি আমার বাচ্চা কোনো অনাকাঙ্ক্ষিত ক্রাউড ফেইস করুক।
দ্বিতীয়ত, আমি আমার ছেলের জন্য দ্বায়িত্বরত (তিন জন) মানুষদের একটা সুন্দর/প্রপারলি দ্বায়িত্ববোধ দেখতে চেয়েছিলাম। কিন্তু আমি ফেইল্ড! আমার ছেলেটা ইনজুর্ড।
স্বাভাবিকভাবেই আমি সবার কাছে জানতে চেয়েছি ইঞ্জুরড কিভাবে হয়েছে? কেউই সত্যি বা ঠিকভাবে কোনো উত্তর দেয়নি। তাদের একটাই উত্তর, ‘আমি/আমরা কিছু জানিনা। কই কি হইছে দেখি তো!’ আমি একটা পর্যায়ে আমার কন্ট্রোল হারাই। রাগে আমার পুরো পৃথিবী অগুন লাগাতে ইচ্ছা হয়েছিল। কিচ্ছু লাভ হয়নি তাতে! তারা সবাই তাদের ওই এক উত্তরেই আটকে ছিল।
আমারও আর বারবার জেরা করা সম্ভব হয়নি। কারণ ছেলে শুধু আমাকেই দেখছিল। আমিও সব ছেড়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি ছেলের এক চোখ আর খোলে না! কি করব বুঝতে পারি না। এভারকেয়ার হসপিটাল থেকে বাংলাদেশ আই হসপিটাল, ছুটতে থাকি…এতো অসহায় লাগছিল আমার।
যাই হোক, আল্লাহর রহমতে অনেক খারাপ হওয়ার হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি অবাক হই আমার ছেলে ঠিক আমার আর আমার নানা ভাইয়ের মতন, কি করে যেন সব সহ্য করে নেয়। এত ধৈর্য্য আর সহনশীলতা এই ছোট্ট বয়সে! আল্লাহ মহান!
দেখেন, এখন এই সাতসকালে তার এতো এনার্জি! আলহামদুলিল্লাহ। আমি সব সঠিকভাবে সামলে উঠতে পারছি না হয়তো। কিন্তু আমি আমার শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি। দোয়া করবেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই সামলাচ্ছেন তিনি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই কাটছে তার সংসার।
No comments