Adsterra

‘নারীদের ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই আটকাতে পারে না’

‘নারীদের ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই আটকাতে পারে না’, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

প্রতিপক্ষ নেপালকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪’ শিরোপা জিতল বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলার বাঘিনীদের এমন সাফল্যে দেশজুড়ে চলছে উচ্ছ্বাস। বাঘিনীদের প্রশংসা করতে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সাফজয়ীদের এই ঐতিহাসিক অর্জন নিয়ে অভিনন্দন জানিয়েছেন তারা। সেই কাতারে আছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুকে সাদিয়া আয়মান লেখেন, অভিনন্দন বাঘিনীরা! সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। তোমাদের এই অর্জন শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বের নারীদের জন্য এক বড় উদাহরণ।

এরপর লেখেন, তোমাদের দলের সাহস, দৃঢ়তা এবং অসাধারণ পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে। তোমাদের এই অদম্য ইচ্ছাশক্তি আর সংগ্রাম দেশের আনাচ-কানাচে থাকা প্রত্যেকটি নারীর জন্য অনুপ্রেরণার। তোমরা আবারও জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছ যে, নারীদের ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই তাদের জয় আটকাতে পারে না।

আরও লেখেন, এই জয় আমাদের আরও একবার মনে করিয়ে দিলো ‘আমরা নারী, আমরাও পারি’ তোমাদের এই সাফল্য দেশের প্রতিটি মেয়ে শিশুকে স্বপ্ন দেখাবে, তাদের সাহস জোগাবে নতুন কিছু করতে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

সবশেষে শুভকামনা রেখে সাদিয়া লিখেছেন, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, সাফল্য তোমাদের বারবার ছুঁয়ে যাক। আরও একবার অভিনন্দন তোমাদের!

সাফজয় করে ফিরে আসা মেয়েদের সংবর্ধনায় এবারও প্রস্তুত ছাদখোলা বাস। এরইমধ্যে তাদের নিয়ে বিমানবন্দর এলাকা থেকে বেরিয়ে গেছে বাসটি। এক্সপ্রেসওয়ে-এফডিসি-সাত রাস্তার মোড়-মগবাজার ফ্লাইওভার-কাকরাইল-পল্টন-নটরডেম কলেজ-শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে নেওয়ায় হবে বিজয়ীদের।

No comments

Powered by Blogger.