জিরো পয়েন্টে আ.লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ঘরের মধ্যে, গর্তের মধ্যে লুকিয়েছে।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার (১০ নভেম্বর) বেলা ১১টায় গুলিস্তান জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগ জিরো পয়েন্টে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি নিয়ে গণজমায়েতের ঘোষণা দিয়েছিল। আমরাও সেই গণজমায়েত প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। সে কারণে নেতাকর্মীদের নিয়ে জিরো পয়েন্টে জড়ো হয়েছি। কিন্তু এখানে এসে দেখি কোনো আওয়ামী লীগ নাই।
আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার ফাঁদে পা দেবেন না। রাজপথে নামার চেষ্টা করবেন না। আমরা আওয়ামী লীগকে রাজপথে নামতে দেব না।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা যদি বাপের বেটি হতো তাহলে এ দেশ থেকে এভাবে পালিয়ে যেত না। তবে, হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগের দোসররা রাজপথে নামার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেবে গণঅধিকার পরিষদ। আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে আর হবে না। গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
তিনি বলেন, একটি দল প্রায় ১ হাজার ৫০০ মানুষকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু সেই হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না। অনতিবিলম্বে এ গণহত্যায় জড়িত ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, র্যাব লীগ যারাই ছিল তাদের গ্রেপ্তার করতে হবে।
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, জাতীয় পার্টি একটি ফ্যাসিবাদী দল। কিন্তু জাতীয় পার্টিকে এখনও নিষিদ্ধ করা হয়নি। এ এরশাদের নেতৃত্বে নূর হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিকে জিইয়ে রাখা হয়েছে।
No comments