মা হওয়ার অপেক্ষায় আছি: সামান্থা
ভালোবেসে ২০১৭ সালের ৬ অক্টোবর নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা রুথ প্রভু। শুরুতে দাম্পত্য জীবন ভালো কাটলেও হঠাৎ তাদের সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর। অবশেষে ২০২১ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির।
এরপর নাগা দ্বিতীয় বিয়ে করে নতুন জীবন শুরু করলেও এখনও সিঙ্গেলই রয়ে গেছেন সামান্থা। বর্তমানে অভিনেত্রীর জীবনে কেউ নেই। কিন্তু তবুও মা হওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে সামান্থা বলেন, আমি সবসময়ই মা হতে চেয়েছি। সত্যি এটা অসাধারণ একটি অভিজ্ঞতা। আমি মা হওয়ার অপেক্ষায় আছি। মানুষ প্রায়ই বয়স নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু আমি মনে করি, জীবনে এমন কোনো সময় নেই যখন মা হওয়া যায় না।
জানা গেছে, গত ৬ নভেম্বর ওটিটিতে মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। সিরিজে সামান্থার চরিত্রের নাম ‘হানি’।
এছাড়া সিরিজের গল্পে নাদিয়া নামের একটি কন্যা সন্তান রয়েছে অভিনেত্রীর। সামান্থার কন্যা চরিত্রে অভিনয় করেছেন কাশভি মজুমদার। মা-মেয়ের অভিনয় ব্যাপক সাড়া ফেলে দর্শকমহলে। মূলত এ কারণেই সামান্থার মা হতে চাওয়ার প্রসঙ্গটি উঠে আসে।
No comments