Adsterra

বর পেলেই বিয়ে: ববি

বর পেলেই বিয়ে: ববি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ঢালিউডের লাস্যময়ী নায়িকা ইয়ামিন হক ববি। ‘বউ’ নামের নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি ঢাকার এফডিসিতে আয়োজিত হয় সিনেমাটির মহরত। আর সেখানেই নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হবে সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।

সিনেমার মহরত অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে চিত্রনায়িকা জানান, বর পেলেই বিয়ে করবেন তিনি।

নতুন বাংলাদেশ নিয়ে কী ভাবছেন ববি? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, তাই সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।

‘বউ’ সিনেমা নির্মাণ করবেন কে এ নিলয়। সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, চলতি মাসের শেষে শুটিং শুরু হবে সিনেমাটির। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে এটি।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

প্রসঙ্গত, সর্বশেষ ‘ময়ূরাক্ষী’ সিনেমায় দেখা গেছে ববিকে। গত ঈদুল আজহায় মুক্তি পেলেও হলে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে সিনেমার পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে বেশ আলোচনায় ছিলেন ববি।

No comments

Powered by Blogger.