ওমানকে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের
যুব এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। আর এই ম্যাচে ওমানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে আসরে শুভসূচনা করেছে লাল সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ওমানের মাস্কটে ম্যাচের প্রথম কোয়ার্টারেই লিড নেয় বাংলাদেশ। ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে একটি পেনাল্টি কর্নার ও ফিল্ড গোলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে স্বাগতিক ওমান ৩-১ ব্যবধান কমায়। ম্যাচের বাকি পাঁচ মিনিটে ওমান গোলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আর এই জয়ে যুব বিশ্বকাপ খেলার পথে এগিয়ে গেল বাংলাদেশ দল। কারণ, স্বাগতিক ভারতসহ এশিয়া থেকে মোট সাত দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তাই ওমানে চলমান যুব এশিয়া কাপে শীর্ষ ছয়ে থাকলে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
No comments