উত্তপ্ত রাবি, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ স্থগিত করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাতে জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পরবর্তী সময়ে উভয় দলের দর্শক-সমর্থকদের মধ্যে উত্তেজনার কারণে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে কর্তৃপক্ষ এ প্রতিযোগিতা স্থগিত করেছেন। উত্তেজনাকর পরিস্থিতিতে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দীন খান, ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, উভয় বিভাগের সভাপতি ও অন্যান্য শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা রাবি মেডিকেল সেন্টার ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান ও তাদের সুচিৎসা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৃষ্ট পরিস্থিতির অবনতিরোধে মঙ্গলবার উভয় বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আইন বিভাগ ও সকাল সাড়ে ১০টায় মার্কেটিং বিভাগের শিক্ষকবৃন্দের সঙ্গে আলোচনা করবেন এবং সে আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ক্লাস-পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম চলছে। এ সময় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে।
এর আগে, সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে স্লেজিং নিয়ে রাবি আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যকার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। যেখানে শিক্ষক ও সাংবাদিকসহ প্রায় ৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হন।
No comments