নতুন সিনেমার ঘোষণা শাহরুখের
লম্বা বিরতি কাটিয়ে পর্দায় ফিরে ‘পাঠান’, ‘জাওয়ান’, ও ‘ডাঙ্কি’ সিনেমা দিয়ে বরাবরের মতোই তাক লাগিয়ে দেন শাহরুখ খান। পর্দার বাইরে থাকলেও যে তার জনপ্রিয়তার এতটুকু কমবে না তা আরও একবার প্রমাণ করেন তিনি। সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিলেন শাহরুখ।
১৯৯৩ সালে মুক্তি পায় শাহরুখ অভিনীত সিনেমা ‘বাজিগর’। এটি যৌথভাবে নির্মাণ করেন বলিউডের নির্মাতা জুটি দুই ভাই আব্বাস ও মাস্তান বার্মাওয়ালা। রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমায় অভিনয় করে বাজিমাত করেছিলেন শাহরুখ। তার বিপরীতে ছিলেন কাজল। সিনেমাটি মুক্তির পর ‘সুপারহিট’ জুটির তকমা পেয়েছিলেন শাহরুখ-কাজল।
সম্প্রতি ‘বাজিগর টু’ নির্মাণের ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক রতন জৈন। চলচ্চিত্রটি যে তৈরি হবেই, সে কথা জোর গলায় জানিয়েছেন তিনি। পরিচালক এই প্রজন্মেরই কেউ হবেন বলে জানিয়েছেন প্রযোজক। বাকিটা শাহরুখের ওপরই নির্ভর করছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্র অনুযায়ী, শাহরুখের সঙ্গে ‘বাজিগর’র সিক্যুয়েল নিয়ে বেশ কয়েক ধাপে আলোচনা করেছেন রতন। অভিনেতা নাকি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন সিনেমা নির্মাণের বিষয়টি। বর্তমানে জোরালোভাবেই এগোচ্ছে ‘বাজিগর টু’র চিত্রনাট্য লেখার কাজ।
এদিকে ‘বাজিগর’র সিক্যুয়াল নির্মাণের বিষয়টি প্রকাশ্যে আসতেই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই সিনেমাতেও কি কাজলকে দেখা যাবে? যদিও তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রযোজক। নায়িকার বিষয়টি এখনই স্পষ্ট করলেন না তিনি। সময় হলেই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সবটা জানাবেন তারা।
No comments