Adsterra

দাবাড়ু জিয়ার মৃত্যুতে সংকটে পরিবার, পাশে দাঁড়ালেন তামিম

দাবাড়ু জিয়ার মৃত্যুতে সংকটে পরিবার, পাশে দাঁড়ালেন তামিম, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, banglade

গত ৫ জুলাই দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এই কিংবদন্তি দাবাড়ুর মৃত্যুতে বিপাকে পড়েছে একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য। ক্রীড়াঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিলেও তা এখনও বাস্তবে রূপ নেয়নি। এরই মধ্যে জিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল।

জিয়ার পরিবারের সহায়তায় ৫ লাখ টাকা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। এ ছাড়া যে কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে জিয়ার স্ত্রী লাবণ্য।

তিনি বলেন, তামিম আমাকে বলল যেকোনো সমস্যায় তার সাথে যোগাযোগ রাখতে। আর ছেলেকে বলল পড়াশোনা এবং খেলাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে। তাহসিনকে বলল যে, আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম, এটা তোমার বাবার জন্য কিছুই না।

তামিমের ব্যবহারে মুগ্ধ জিয়ার স্ত্রী বলেন, তিনি অনেক ভালো ভালো উপদেশ দিলেন যেন তাহসিন পড়াশোনা এবং খেলাটা একসাথে চালিয়ে যেতে পারে। তামিম ভাই অনেক ভালো মানুষ আমার খুবই ভালো লেগেছে।

তামিমের পাশাপাশি দেশের এই কৃতি দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এ বিষয়ে লাবণ্য বলেন, সিইও (বিসিবি) সুজন ভাই বলেছেন একটা আবেদন করতে। সামনে তাহসিনের খেলা আছে সেটাতে বিসিবি সহায়তা করতে চায়। তাদের একটা প্রসেসিং সিস্টেম আছে এ জন্য সভাপতি বরাবর একটা আবেদন করতে বলেছেন সুজন ভাই।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। জিয়ার স্বপ্ন ছিল তার ছেলে সুপার গ্র্যান্ডমাস্টার হবে একদিন। কিন্তু আচমকা বাবার মৃত্যুর পর ছেলের সেই স্বপ্নপূরণ যেন থমকে গেছে।

No comments

Powered by Blogger.