অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে: সারজিস
রাজধানীতে গত কয়েক দিন ধরেই ব্যাটারিচালিত রিকশাচালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে। এমন পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
সারজিস আলম লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ৷ যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন; তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ৷
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে সাড়ে ১০ হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন।
মোখলেসুর রহমান সাগর নামে একজন লিখেছেন, ব্যক্তিগত সব দাবি দাওয়া নিষিদ্ধ করা হোক। শুধু দেশের স্বার্থসংশ্লিষ্ট দাবি দাওয়া গ্রহণযোগ্য।
সাইফুল ইসলাম লিখেছেন, সাধারণ মানুষের শান্তি, নিরাপত্তা দরকার।
তাপস কুমার লিখেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়া পর্যন্ত দেশে শান্তি ফিরবে না।
মেহেদী হাসান সাগর নামে আরেকজন লিখেছেন, বিশৃঙ্খলা তৈরীকারীদের শক্ত হাতে দমন করা এখনই দরকার।
No comments