ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈরে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে রাজ্জাক (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে পুলিশ ওই আসামিকে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে, রোববার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মুন্সিরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আব্দুল রাজ্জাক উপজেলার মুন্সিরটেক এলাকার ছিবার আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে বাবা-মাসহ ওই নারী শ্রমিক গাইবান্ধা থেকে কালিয়াকৈরে আসে। পরে উপজেলার পূর্ব চান্দরা পাশা গেট মুন্সিটেক এলাকায় রাজ্জাকের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। ওই বাসার অন্য এক ভাড়াটিয়া আরিফুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুজনের মধ্যে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের কিছুদিন পরে ওই নারী শ্রমিকের বাবা-মা দেশের বাড়ি চলে যায়। স্বামী আরিফুল ও তার স্ত্রী দুজনেই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।
রোববার রাতে আরিফুল ওই কারখানায় কাজে চলে যান। ওইদিন সন্ধ্যায় ওই নারী শ্রমিকের এক বন্ধু তার বাসায় বেড়াতে আসলে বাড়ির মালিক রাজ্জাক নারী শ্রমিকের দরজায় তালা ঝুলিয়ে দেয়। পরে রাজ্জাক ওই ছেলের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ২ হাজার ৫শ টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়। এ সুযোগে বাড়ির মালিক ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এর আগেও ওই নারী শ্রমিককে বাড়ির মালিক বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী রাতেই থানায় গিয়ে বাদী হয়ে রাজ্জাকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়ে রোববার রাতেই রাজ্জাকে গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা(ওসি) জাফর আলী জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে রোববার রাতেই বাড়ির মালিক আব্দুর রাজ্জাক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
No comments