যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি হয়েছিল, সেখানেই আ.লীগের বিচার হবে: গোলাম পরওয়ার
যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতাদের ফাঁসি হয়েছিল, সে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচার হবে বলে মন্তব্য করেছন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর খালিশপুর বিআইডিসি রোডে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগকে উদ্দেশ করে গোলাম পরওয়ার বলেন, যে ট্রাইব্যুনালে মিথ্যা বিচার করে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন, সেই ট্রাইব্যুনালে আপনাদের বিচার হবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন, তিনি অপরাধী। ৫ আগস্ট ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে শেখ হাসিনা এমনভাবে পালিয়ে গেলেন, দুপুরের খাবার খাওয়ার সুযোগও পাননি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, আওয়ামী লীগের হাতে দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা, গণমাধ্যম কিছুই নিরাপদ নয়। লাখ লাখ শ্রমজীবী মানুষের খাবার কেড়ে নিয়ে, মিল-কারখানা বন্ধ করে দিয়ে তাদেরকে বেকার করে যে অপরাধ শেখ হাসিনা করেছেন, তার ফল তাকে ভোগ করতে হয়েছে।
ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।
এতে আরও বক্তব্য রাখেন, বিএল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুনসুর আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল, বিএল কলেজের সাবেক ভিপি শেখ জাকিরুল ইসলাম, ছাত্রশিবিরের মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, খালিশপুর থানা জামায়াতের আমীর ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমীর ফোরকান উদ্দিন মিঠু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ।
No comments