Adsterra

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে: মির্জা ফখরুল

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে: মির্জা ফখরুল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,

সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত স্বৈরাচার পেছন থেকে আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজধানীর হোটেল লেকশোরে ‘তারেক রহমান: পলিটিক্স এন্ড পলিসিস কনটেমপরারি বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বইটির লেখক মোহাম্মদ জয়নুল আবেদীন আর প্রকাশ করেছে নিউইয়র্কের ‘উড ব্রিজ’। অনুষ্ঠানস্থলে গ্রন্থটি এক হাজার টাকায় বিক্রি হয়। ৫৭১ পৃষ্ঠার গ্রন্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন-কর্ম-রাজনীতির নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

ওই গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন এগুলো কী হচ্ছে? আসলে আপনাদের বুঝতে হবে। আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের, আমাদের দেশের মানুষেরা কেনো জানি না সহনশীলতার অভাব হয়ে গেছে। একটু ধৈর্য্য ধরতে হবে।

অন্তবর্তীকালীন সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে মন্তব্য করে তিনি বিএনপির মহাসচিব বলেন, এই সরকার ফেল করলে অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে। আমরা আবারেও সেই অন্ধকারে চলে যাবো। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনাদের পজেটিভ চিন্তা করা প্রয়োজন।

দুর্ভাগ্যক্রমে সংবাপত্র ও স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, কিছু সংখ্যক হঠকারী, কিছু সংখ্যক ‍উস্কানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন। ধবংস করার চেষ্টা করছেন। যেটা কোনো মতেই সচেতন মানুষের, দেশপ্রেমিক মানুষের মেনে নেয়া উচিত নয়। আমি অনুরোধ জানাব, সংশ্লিষ্ট সকলকে যে, অনুগ্রহ করে এই ভয়াবহ আত্মহননের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য সহযোগিতা করুন।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

আমরা সংস্কার বিরোধী নই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার করতে হবে। সংস্কার করে আমরা নির্বাচনে যেতে চাই। কেনো নির্বাচনে যেতে চাই এই কথা আমি বারবার বলেছি। নির্বাচন ছাড়া এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। একমাত্র নির্বাচিত সরকারই পারে এই সমস্ত সমস্যা সমাধান করতে। অন্তত তার পেছনে যে জনশক্তি থাকে, যে ম্যান্ডেট থাকে সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে করা সম্ভব হবে।

No comments

Powered by Blogger.