Adsterra

১১ মামলার আসামিকে গুলি করে হত্যা

১১ মামলার আসামিকে গুলি করে হত্যা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

খুলনায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ১১ মামলার আসামি আশিকুজ্জামান রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেম সড়ক কুবা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

রাসেল শেরে এ বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেরেবাংলা রোড আলকাতরা মিলের পার্শ্বে কুবা মসজিদের গলির প্রবেশপথে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসে পঙ্গু রাসেলকে বুকের পাশে ২টি গুলি করে এবং দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। বাকি দুজন ধারালো চাপাতির কোপে রক্তাক্ত জখম হন।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত‌ আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহত রাসেলের নামে ডাকাতি, মাদক ও অস্ত্র আইনেসহ ১১টি মামলা রয়েছে।

No comments

Powered by Blogger.