শেখ হাসিনা নিশ্চিহ্ন করে দিতেন বিপ্লবীদের: মঞ্জু
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ব্যর্থ হলে শেখ হাসিনা সব বিপ্লবীদের নিশ্চিহ্ন করে দিতেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেছেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। যদি এই গণঅভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, ছাত্র-জনতা যারা বিপ্লবে শামিল হয়েছিল, সবাইকে ফ্যাসিস্ট হাসিনা নিশ্চিহ্ন করে দিত।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারী চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এফএম কনভেনশন হলে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন এবি পার্টির এ নেতা।
মঞ্জু বলেন, চট্টগ্রামের কৃতিসন্তান ড. মুহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্ট হাসিনা জেলে ঢুকাতে চেয়েছিল। আল্লাহর কী মর্জি, তিনি আজ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, দেশের আজ যেদিকে তাকাবেন সেদিকেই সব শূন্য। ব্যাংকে আপনাদের যে টাকা আছে তা তুলতে পারবেন না।
হতাহতদের পরিবারের উদ্দেশে মঞ্জু বলেন, আপনাদের ত্যাগ জাতি কখনও ভুলতে পারবে না। বাংলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে।
এরপর সভায় বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন বলেন, আমরা বাংলাদেশের এক ইঞ্চি মাটিও অনিরাপদ রাখব না। ছাত্র-জনতা, সেনাবাহিনী থাকতে বাংলাদেশে আর ফ্যাসিস্ট আমল ফিরে আসতে দেওয়া হবে না। আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে গড়ে তুলব।
No comments