Adsterra

রাশিয়ার হামলার শঙ্কায় ইউক্রেনে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার হামলার শঙ্কায় ইউক্রেনে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, ba

রাশিয়ার বিমান হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২০ নভেম্বর) রাশিয়ার সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্স ও গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, কিয়েভের মার্কিন দূতাবাস বুধবার সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। নিরাপত্তামূলক সতর্কতার কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। দূতাবাসের কর্মচারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

মার্কিন নাগরিকদের সতর্ক করে বিবৃতিতে আরও বলা হয়, বিমান সতর্কতা জারি করা হলে, অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।

রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন বলেন, ন্যাটো দেশগুলোর সহযোগিতায় রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে রাশিয়া চুপ থাকবে না।

এদিকে রাশিয়ার দাবি, মঙ্গলবার রাতে ও বুধবার সকালে নভগোরড, কুরস্ক, বেলগোরড, ব্রায়ানস্ক এবং সামারা অঞ্চলে ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করেছে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর ওই হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

No comments

Powered by Blogger.