সায়রা বানুকে যেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এ আর রহমান
মানসিক চাপে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। বর্তমানে গায়কের বিচ্ছেদের খবরে তোলপাড় নেটদুনিয়া। এবার জানা গেল, কীভাবে সায়রাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রহমান।
বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে গায়কের। যেখানে তার স্ত্রী সায়রার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ও ভালোবাসার গল্প উঠে এসেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এ আর রহমান বলেন, ১৯৯৪ সালে সাতাশ বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছিলাম, এখনই আমার বিয়ের উপযুক্ত সময়। কারণ, ওই সময় অনুভব করেছিলাম যে, আমি বৃদ্ধ হওয়া শুরু করছি।
গায়ক বলেন, ব্যক্তিগত জীবনে স্বভাবতই ভীষণ লাজুক ছিলাম এবং কখনও মেয়েদের সঙ্গে সেভাবে কথা বলতাম না। ক্যারিয়ারে অনেক তরুণী গায়িকাদের সঙ্গে দেখা হয়েছে। আমার স্টুডিওতে যখন একসঙ্গে কাজ করতাম, তখনও কারও দিকে তাকাতাম না এই ভেবে যে, পরবর্তীতে হয়তো একদিন আমার কাছে এসে কাজ চেয়ে ঘড়ির মতো ঘুরবে।
তিনি আরও বলেন, তবে সায়রার সঙ্গে প্রথম দেখার ব্যাপারটা ভিন্ন মোড় নেয়। তিনি খুবই সুন্দর ও ভদ্র ছিলেন। ১৯৯৫ সালের ৬ জানুয়ারি আমার ২৮তম জন্মদিনে প্রথম দেখা হয়েছিল আমাদের। যা খুবই সংক্ষিপ্ত সাক্ষাৎ ছিল। তারপর অধিকাংশ সময়ই ফোনে কথা বলতাম আমরা। সে কচ্ছি ও ইংরেজি ভাষায় কথা বলে। একটা সময় আমি ইংরেজিতে তাকে বললাম, আমাকে বিয়ে করতে চায় কি না। এ সময় খুবই নীরব ছিল সে।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এ আর রহমান। প্রায় তিন দশকের দাম্পত্যজীবনে তাদের সংসারে রয়েছে এক ছেলে ও দুই মেয়ে।
No comments