বোনের স্বামীকে হুঁশিয়ারি সালমানের
বলিউড অভিনেতা সালমান খান। অভিনয় দিয়ে যেমন আলোচনায় থাকেন তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনামে এসেছেন তিনি। আবার মানুষের বিপদেও এগিয়ে আসতে দেখা যায় তাকে। তাছাড়া অভিনেতার আরেকটি ভালো দিক হচ্ছে, ভুল করলে প্রকাশ্যে তা স্বীকার করার ক্ষমতা রাখেন তিনি।
এজন্য হাজার ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও অভিনেতার অনুরাগীর সংখ্যা কম নয়। তাই অনেকে তার মতো হতে চান। একই ইচ্ছা অভিনেতার বোন অর্পিতার স্বামী আয়ুস শর্মারও।
নিজের প্রথম সিনমো ‘লাভরাত্রি’র প্রচারণায় এসে এমনটাই জানিয়েছিলেন আয়ুস। তবে ভগ্নিপতির এমন ইচ্ছায় নারাজ সালমান। বিষয়টি পছন্দ হয়নি বলিউড ভাইজানের।
শুধু তাই নয়, তাকে অনুসরণ না করতে হুঁশিয়ারিও দিয়েছেন অভিনেতা। এ প্রসঙ্গে স্পষ্ট সালমান জানান, তার মতো হয়ে ওঠার কোনো প্রয়োজন নেই।
প্রসঙ্গত, ভালোবেসে ২০১৪ সালের ১৮ নভেম্বর সালমানের ছোটবোন অর্পিতাকে বিয়ে করেন আয়ুস। আহিল ও আয়াত নামে দুই ছেলে-মেয়ে রয়েছে তাদের সংসারে।
No comments