Adsterra

মাউশির জরুরি নির্দেশনা

মাউশির জরুরি নির্দেশনা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্য প্রথম থেকে নবম শ্রেণিতে লটারি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির জন্য দেশের সব মাধ্যমিক বিদ্যালয়গুলোকে শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (৩ নভেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি।

এতে বলা হয়েছে, দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্য প্রথম থেকে নবম শ্রেণিতে লটারি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির জন্য সরকারি ও মহানগর এবং জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হল।

গত ৩০ অক্টোবর থেকে এই তথ্য জমা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং ৮ নভেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়সূচি

তথ্য জমা দেয়ার শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২৪

অনলাইন আবেদন গ্রহণের শুরু: ১২ নভেম্বর ২০২৪

অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৪

ভর্তির লটারি: ডিসেম্বর ২০২৪ (তারিখ পরে জানানো হবে)

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রতিটি প্রতিষ্ঠানকে সঠিক তথ্য প্রদান করতে হবে। ঢাকার প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত এলাকায় সর্বোচ্চ তিনটি থানাকে অন্তর্ভুক্ত করার নিয়ম রয়েছে। এছাড়া অনলাইন আবেদন ফরমে ব্যাংক সংক্রান্ত তথ্য যুক্ত করতে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও রাউটিং নম্বর প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। ভুল তথ্য জমা দিলে প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে দায়ী হতে হবে বলে নির্দেশ দিয়েছে মাউশি।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

ভর্তিতে কোটা পদ্ধতিতে পরিবর্তন

এবার কোটাভিত্তিক ভর্তি প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকত, কিন্তু আসন শূন্য থাকলে নাতি-নাতনিদেরও সেই কোটায় ভর্তির সুযোগ দেয়া হতো। নতুন নিয়ম অনুযায়ী, এখন শুধুমাত্র মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তানরাই এই কোটা সুবিধা পাবেন। আসন শূন্য থাকলে মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।

No comments

Powered by Blogger.