ফিলিস্তিন-লেবাননে হামলা, আলোচনায় সৌদিতে আরব-মুসলিম নেতারা
গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা করতে সৌদি আরবে আজ একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা সৌদি আরব পৌঁছাতে শুরু করেছেন।
সোমবার (১১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় মিডিয়া আল আরাবিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গত অক্টোবরের শেষের দিকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানে দ্বি-রাষ্ট্র গঠনে একটি ‘আন্তর্জাতিক জোটের’ প্রথম বৈঠকের সময় এই শীর্ষ বৈঠকের ঘোষণা দেয়।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, সম্মেলতে আগতরা ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে এবং এই অঞ্চলের বর্তমান উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।
এক বছর পর একই ধরনের সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব। কায়রোভিত্তিক আরব লীগ এবং জেদ্দাভিত্তিক ইসলামিক করপোরেশন অর্গানাইজেন (ওআইসি)’র নেতারা এতে যোগ দেবেন। গত বছর একই ধরনের সম্মেলনে যোগ দিয়ে এসব নেতারা ইসরায়েলি হামলাকে বর্বর বলে মন্তব্য করেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। পরে হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। যা এখনও চলছে। এ হামলায় ৪৩ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও।
No comments