Adsterra

শান্ত গাজীপুর, কাজে ফিরলেন শ্রমিকরা

শান্ত গাজীপুর, কাজে ফিরলেন শ্রমিকরা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টানা ৬০ ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে অচল হয়ে পড়ে গাজীপুর। যদিও পরে সোমবার রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। ফলে রাতেই ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ সকাল থেকেই গাজীপুরের কারখানাগুলো খুলেছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন।

তিনি বলেন, সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধি নিয়ে সোমবার রাতে বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, আগামী রোববার টিএনজেড কারখানার শ্রমিকদের ৬ কোটি টাকা প্রথম কিস্তিতে বেতন পরিশোধ করা হবে। পরে ১০ কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়। এটি দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে অবশিষ্ট বকেয়া পরিশোধ হবে। পরে মালিকপক্ষ এই টাকা সরকারকে পরিশোধ করবে। এই সিদ্ধান্ত মেনে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা।

তিনি আরও বলেন, এরপর সোমবার রাত সোয়া ১০টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। যা মঙ্গলবার সকাল থেকে অব্যাহত রয়েছে। সকাল থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে গাজীপুর শিল্পাঞ্চল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো শিল্প কারখানায় সাধারণ ছুটির ঘোষণা করা হয়নি।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে যেসব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল, সেসব কারখানাও আজ সকাল থেকে খুলে দেওয়া হয়েছে। এখন গাজীপুর শিল্পাঞ্চল শান্ত রয়েছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, রাতে অবরোধ তুলে নেওয়ার পর থেকে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। রাতের মধ্যে যানজটে আটকে থাকা সব যান নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। মঙ্গলবার সকালে মহাসড়কে যান চলাচল পুরোই স্বাভাবিক রয়েছে।

No comments

Powered by Blogger.