Adsterra

আমরা দুজন অনেক সৌভাগ্যবান: তটিনী

আমরা দুজন অনেক সৌভাগ্যবান: তটিনী, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। খুব অল্প সময়েই অভিনয় দক্ষতা আর স্নিগ্ধ হাসিতে সবার মন জয় করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারে এরইমধ্যে বেশ কিছু নাটকে ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার এই সহশিল্পীর প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করলেন অভিনেত্রী।

বর্তমানে পর্দায় জুটি হিসেবে দর্শকদের নজর কেড়েছেন ইয়াশ-তটিনী। তাই নিজেদেরকে সৌভাগ্যবান দাবি করলেন অভিনেত্রী। এই মুহূর্তে কক্সবাজারে আছেন তটিনী। সেখানে একটি নাটকের শুটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই নাটকেও তটিনীর বিপরীতে অভিনয় করছেন ইয়াশ।

সম্প্রতি দেশে একটি গণমাধ্যমে অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তটিনী। শুধু তাই নয়, সহশিল্পীর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ তিনি।

পর্দায় নিজেদের রসায়ন নিয়ে তটিনী বলেন, আমরা একসঙ্গে ১৫টির মতো নাটকে কাজ করেছি। দর্শকরা আমাদেরকে খুব চমৎকারভাবে গ্রহণ করছে। আমাদের একসঙ্গে দেখে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে। আমরা দুজনে আসলেই অনেক সৌভাগ্যবান।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

ইয়াশ প্রসঙ্গে তটিনী বলেন, সহশিল্পী হিসেবে ইয়াশ ভাই অসাধারণ। তার উৎসাহী ব্যক্তিত্বে কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে। যেহেতু তিনি আমার সিনিয়র, তাই অভিনয়ের ওপর অবশ্যই আমার চেয়ে বেশি অভিজ্ঞতা তার।

তিনি আরও বলেন, সহশিল্পীর পাশাপাশি ইয়াশ ভাই আমার খুব ভালো বন্ধুও, কিন্তু আমি এটাও কখনও ভুলি না, যে তিনি আমার সিনিয়র। তাকে সবসময় তার প্রাপ্য সম্মানটুকু দিই আমি।

No comments

Powered by Blogger.